বাংলাদেশের যুবাদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫১ পিএম | ১১ মার্চ, ২০২৫

আবারও মুখোমুখি হবে শ্রীলংকা-বাংলাদেশ। তবে এবার বয়সভিত্তিক ক্রিকেটে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জন্য সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ফরম্যাটের ছয়টি ম্যাচ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সফরের সূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

জুনিয়র টাইগারদের শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৪ এপ্রিল। যদিও ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজের যাত্রা। মূল খেলা শুরু হবে মাঝে একদিন বিরতি দিয়েই। ২৬ এপ্রিল প্রথম ওয়ানডে মুখোমুখি হবে দুই দল। দুদিন পর দ্বিতীয়টি। এরপর ১ মে, ৩ মে, ৬ ও ৮ মে আয়োজিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো।

ছয় ম্যাচ সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। খেলার তারিখ জানালেও ঠিক কখন শুরু হবে ম্যাচগুলো এটা নিয়ে এখনও কিছু জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

তারিখ                ম্যাচ
২৪ এপ্রিল -      ওয়ার্ম আপ ম্যাচ
২৬ এপ্রিল -      প্রথম ওয়ানডে
২৮ এপ্রিল -      দ্বিতীয় ওয়ানডে
১ মে  -            তৃতীয় ওয়ানডে
৩ মে   -           চতুর্থ ওয়ানডে
৬ মে  -           পঞ্চম ওয়ানডে
৮ মে -             ষষ্ঠ ওয়ানডে

খেলার দুনিয়া | ফলো করুন :