রোজা রেখেই মাঠে ইয়ামাল
ইউরোপের মুসলিম ফুটবল তারকারা রোজা নিয়ে মাঠে নেমে প্রায়ই খবরের শিরোনাম হন। বিশেষ মিসরের মেসি খ্যাত মোহাম্মদ সালাহর নাম বেশি উচ্চারিত হয়। তবে এবার বার্সা শিবিরেও দেখা গেছে একই চিত্র। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার ম্যাচে রোজা রেখেই মাঠে নামছেন ক্লাবটির তরুণ তুর্কি লামিনে ইয়ামাল।
স্পেনের নাগরিক ইয়ামালের জন্ম মুসলিম পরিবারে। যে কারণে রোজার দিনে রোজা রাখেন তিনি। আর এ বছর লা লিগার সময়ে রোজা হওয়ার কারণে রোজাবস্থায় খেলতে নামছেন তিনি। আর দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের রোজা রাখায় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। ইউরোপের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রমজানের রোজা পালনের ক্ষেত্রে লামিনে ইয়ামালকে কোনো প্রকার বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে লামিনে ইয়ামালের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বার্সার নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে তার সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে সেখানে।
অবশ্য বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেয়ার পেছনেও রমজান মাসের রোজা পালনকেই বড় করে দেখেছিলেন অনেকেই। তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ট্যাকটিকাল কারণেই সেদিন এই তরুণকে উঠিয়ে নেন কোচ ফ্লিক।
ইয়ামালের আগে বার্সালোনায় ফ্র্যাংক কেসি, ওসমান ডেম্বেলে রমজান মাসে রোজা রেখেই মাঠ মাতিয়েছেন।আর এই ইস্যুতে ক্লাবে কোনো অস্বাভাবিক পরিস্থিতিও তৈরী হয়নি। অবশ্য চলতি মাসে বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লা মাসিয়া ত্যাগ করে তার দাদি ফাতিমা এবং চাচা আব্দুলের বাড়িতে অবস্থান করছেন ইয়ামাল। আর ম্যাচের দিনে ক্লাবের পক্ষ থেকে তার ইফতারের প্রতি নজর রাখা হচ্ছে। যেমনটা থাকছে আজ মঙ্গলবার রাতে বেনফিকার বিপক্ষে বার্সেলোনার ম্যাচের সময়েও। অবশ্য এদিন শুরুর একাদশে থাকলে রোযা রেখেই মাঠে নামতে হবে ইয়ামালকে। ম্যাচের মাঝেই ইফতার করতে হবে বার্সা ১৯ বছর বয়সী এ খেলোয়াড়কে।