ভারতের কোচিং ছাড়ছেন দ্রাবিড়?
বিশ্বকাপ যাত্রার শেষটা ভালো হয়নি। দলকে বিশ্বকাপ জেতানো হয়নি। তবে রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে কারোই কোনো অসন্তোষ ছিল না। তবে দ্রাবিড় নিজে আর থাকতে চাইছেন না কোচের পদে। তাই বিশ্বকাপ ফাইনালই হয়ে যেতে পারে কোচ হিসেবে তার শেষ ম্যাচ।
দ্রাবিড়ের ফেলে যাওয়া শূন্যস্থানে ভারত নিয়ে আসতে পারে ভিভিএস লক্ষ্মণকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনিই ভারপ্রাপ্ত কোচ।
কোচ হিসেবে থাকতে চান না, সে বিষয়টা ইতোমধ্যেই বোর্ডের কর্তাদের জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। এরপরেই ভারতের কোচ হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ। এখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের ভারপ্রাপ্ত কোচ।
পুরো বিষয়টি জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বোর্ডের এক সূত্র সেখানে বলেছেন, ‘লক্ষ্মণ কোচের পদে আগ্রহ দেখিয়েছেন। বিশ্বকাপের সময় আহমেদাবাদে গিয়ে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে কথাও বলেছেন। কোচ হিসাবে তার দীর্ঘমেয়াদি চুক্তির সম্ভাবনা আছে। দক্ষিণ আফ্রিকা সফরেও তিনিই কোচ হিসাবে থাকছেন। পূর্ণকালীন কোচ হিসেবে সেটাই হবে তার প্রথম সফর।’
ক্রিকেটে কোচের পদটা বেশ চাপের। চাপটা বেড়ে যায় দলটা যখন ভারত হয় তখন। মূলত এই চাপের কারণেই বিশ্বকাপের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন দ্রাবিড়। নাম প্রকাশে অনিচ্ছুক সে কর্তা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘২০ বছর টানা ক্রিকেট খেলেছেন। কোচ হওয়ার পর গত দু’বছর ধরে আবার সেটাই করতে হচ্ছে তাকে। সে চাপের ভেতর আর থাকতে চান না তিনি।’
তবে তাই বলে ক্রিকেট ছেড়ে দিচ্ছেন না তিনি। বিসিসিআই কর্তা বলেন, ‘এনসিএ প্রধান হিসাবে আবার কাজ করতে আগ্রহী তিনি। সেটা হলে নিজের শহর বেঙ্গালুরুতেই থাকতে পারবেন।’
গুঞ্জন আছে আইপিএলের কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার। সে বিষয়ে কথাও হচ্ছে তার। তবে সেটা হলে বোর্ডের কোনো পদে থাকতে পারবেন না তিনি।