প্রাইম ব্যাংককে হেসে-খেলে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৫৭ পিএম | ১২ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডে আজ বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হেসে-খেলে উড়িয়ে দিল লিজেন্ডস অব রূপগঞ্জ। আগের ম্যাচে ডিপিএলে ইতিহাসে রেকর্ড পুঁজি তোলা প্রাইম ব্যাংক আজ রুপগঞ্জের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ছোট লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নামা তানজিদ তামিম ও সৌম্য সরকারের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রাইম ব্যাংককে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ।

তৃতীয় রাউন্ডের ম্যাচে রেকর্ড পুঁজি তোলা প্রাইম ব্যাংক আজ মঙ্গলবার রুপগঞ্জের বোলারদের তোপের সামনে দাড়াঁতেই পারেনি। তাতে মাত্র ২৯.৫ ওভারেই ১৫২ রানেই অলআউট হয় তারা। জবাবে ১৫৩ রানের ছোট লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে ২৩.২ ওভারেই জয় তুলে নেয় রূপগঞ্জ। দারুণ এ জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে দলটি।

বিকেএসপিতে আজ বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা নাইম শেখের ৮১ রানের ইনিংসে ভর করে কোনো রকম লড়ার পুঁজি তুলে প্রাইম ব্যাংক। ৮৩ বলে ৮১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। দলের হয়ে শাহাদাত দীপু করেছেন ২০ রান। শামীম পাটোয়ারির ব্যাট থেকে এসেছে ১১ রান। বাকিরা রানের খাতা খোলার আগে আউট হন। তাতে ২৯.৫ ওভারে অলআউট হয়ে ১৫২ রান তুলে তারা। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন সাইফ হাসান। ৩ উইকেট তানজিম হাসান সাকিবের। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম শেখ মেহেদি হাসান এবং তানভির ইসলাম।

জবাবে ১৫৩ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে ২৩. ২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ। ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম করেন ৪৯ বলে ৬৮ রান। তামিম ফিরলে দলের হাল ধরেন তিনে নামা সৌম্য সরকার। তার অপরাজিত ৪০ বলে ৫০ রানের ইনিংসে ভর করে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। প্রাইম ব্যাংকের হয়ে ১টি করে উইকেট তুলে নেন রিশাদ হোসাইন ও নাহিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর :

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ২৯.৫ ওভারে ১৫২/১০(নাইম শেখ ৮১; সাইফ হাসান ৩৭/৩, তামিম ৩০/৩)

লিজেন্ডস অব রুপগঞ্জ : ২৩.২ ওভারে ১৫৪/২( তামিম ৬৮,সৌম্য ৫০*)

ফল : লিজেন্ডস অব রুপগঞ্জ ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : সাইফ হাসান      

খেলার দুনিয়া | ফলো করুন :