তামিমের সেঞ্চুরিতে ব্রাদার্সকে উড়িয়ে দিল মোহামেডান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:২০ পিএম | ১২ মার্চ, ২০২৫

ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে আছেন তামিম ইকবাল। আগের ম্যাচেই পেয়েছেন শতরান। সেই রেশ না কাটতেই ফের তার ব্যাটে আরেকটি সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ তামিমের শতকে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এ জয়ে ৪ ম্যাচে ৩ জয় ৬ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে দলটি।

বিকেএসপিতে আজ শুরুতে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে অলআউট হয়ে ১৮৭ রান সংগ্রহ করে ব্রাদার্স। জবাবে ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২.৫ ওভারেই জয়ের দেখা পায় মোহামেডান। জাতীয় দলকে বিদায় বলে দেওয়া তামিম লিস্ট এ ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে নিজেকে চেনাচ্ছেন নতুনভাবে। এবারের আসরে মোহামেডানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন এই ওপেনার।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যর্থতার পর দলের হাল ধরেন তিনে নামা ইমতিয়াজ হোসেন। ৫৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে তাইজুল হোসেনের বলে আউট হন তিনি। আইছ মোল্লাহ করেন ৩২ রান। অধিনায়ক মাইশুকুর রহমান করেন ১৯ রান। তাতে শেষপর্যন্ত ১৮৭ রানের মাঝারি পুঁজি সংগ্রহ করে দলটি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। ৩ টি উইকেট নেন আবু হায়দার রনি। মেহেদি হাসান মিরাজ নেন ২টি উইকেট।

জবাবে ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার তামিম ইকবাল ও তিনে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের জুটিতে জয় তুলে নেয় মোহামেডান। ৯৬ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তামিম। আর অঙ্কন যোগ করেন ৭৫ রান। ব্রাদার্সের হয়ে ১ টি উইকেট তুলে নেন আল আমিন হোসাইন।

সংক্ষিপ্ত স্কোর :
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: ৪৮.৪ ওভারে ১৮৭/১০( ইমতিয়াজ ৪৩,আইছ ৩২;তাইজুল ৩১/৪,রনি ২৪/৩)
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৩২.৫ ওভারে ১৯১/১(তামিম ১০৫*.অঙ্কন৭৫*)
ফল : মোহামেডান ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তামিম ইকবাল

খেলার দুনিয়া | ফলো করুন :