র্যাংকিংয়ে উন্নতি রোহিতের
দিন কয়েক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে রোহিত শর্মার ভারত। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও সুখবর পেলেন তিনি। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারত অধিনায়কের। ফাইনালের নজরকাড়া ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ পাইয়ে দিয়ে দুই ধাপ এগিয়ে উঠে এলেন দুইয়ে।
আজ বুধবার ওয়ানডে ক্রিকেটে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৭৫৪ পয়েন্ট নিয়ে সতীর্থ বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এনরিখ ক্লাসেনকে পেছনে ফেলে সেরা তিনে রোহিত শর্মা। বৈশ্বিক এ আসরের আগে ওয়ানডে ক্রিকেটে ফর্মে ছিলেন না। যে কারণে দলে তার জায়গা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে ব্যাটে জড় তুলে সব সমালোচনা থামিয়ে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের বিরুদ্ধে ৮৩ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তারই পুরস্কার পেলেন হিটম্যান খ্যাত এই ব্যাটার।
অবশ্য ব্যাটারদের তালিকায় সবার ওপরে আছেন রোহিত সতীর্থ শুভমান গিল। আর ৭৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বাদ পড়া পাকিস্তানের ব্যাটার বাবর আজম। এক ধাপ অবনমন হয়ে পাঁচে আছেন বিরাট কোহলি।
এদিকে ওয়ানডেতে বোলারদের তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার মহীশ থিকশানা। তিন নম্বরে উঠে এলেন ভারতের কুলদীপ যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭ উইকেট নিয়েছেন তিনি। দুইয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দশ নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮ রানে ২ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে আছেন মাইকেল ব্রেসওয়েল।
অলরাউন্ডারদের মধ্যে যথারীতি সিংহাসন ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দুইয়ে আছেন তার সতীর্থ মোহাম্মদ নবী। তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।