চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রোমাঞ্চের ছড়াছড়ি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৩৮ পিএম | ১৩ মার্চ, ২০২৫

ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই খ্যাত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যেন উল্টে গেল পাশার দান। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে আসা লিভারপুল শেষঅব্দি শেষ আটের লড়াইয়ে যেতে পারল না। আর এদিকে নানা নাটকীয়তায় গতকাল রাতে অ্যাতলেটিকোকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। এর আগেই অবশ্য তরুণ তুর্কি লামিনে ইয়ামালের পায়ে ভর করে আগেই কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বার্সালোনা। তাতে জমে উঠেছে শেষ আটের লড়াই।

লিগের প্রথম লেগে ফরাসী ক্লাব পিএসজিকে বেশ চাপে রেখেছিল মোহাম্মদ সালাহরা। তবে শেষ রক্ষটা হয়নি তাদের। প্রথম লিগে ১-০ তে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে হাতের জাদু দেখান পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। লিভারপুলের ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের জোরালো শট আটকে দেন দোন্নারুম্মা। অন্য দিকে নিজেদের প্রথম চারটি শটেই গোল করে এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। ভিটিনহা, গনজালো র‌্যামোস, দেম্বেলে ও ডিজায়ার ডোউই শটে বল জালে জড়ান। ফলে ৪-১ গোলে টাইব্রেকার জিতে কোয়ার্টারে ওঠে পিএসজি।

এদিকে দিনের বেলা রোজা রেখে মাঠে নামা লামিনে ইয়ামাল আর রাফিনহার পায়ে ভর করে অনায়াসে শেষ আট নিশ্চিত করে বার্সা। অন্যদিকে বায়ার লেভারকুসেনকে ৫-০ গোলে উড়িয়ে শেষ আটে পা রেখেছে বায়ার্ন মিউনিখও। আর গতকাল রাতে নানা নাটকীয়তার পরে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদও তাতে জমে উঠেছে শেষ আটের লড়াই।

আগামী ৮-৯ এপ্রিল মাঠে গড়াবে অঘোষিত এই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আর ১৫-১৬ এপ্রিল হবে ফিরতি লেগ। যেখানে গত আসরের রানার্সআপ দল বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বার্সেলোনার বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

 

খেলার দুনিয়া | ফলো করুন :