গাজী গ্রুপের টানা তিন জয়ের দিনে ধানমন্ডির হার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৫৬ পিএম | ১৩ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে এসে বিকেএসপির দুই মাঠ যেন পরিণত হয়েছে বোলারদের স্বর্গরাজ্যে। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রথম ইনিংসে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ধানমন্ডি ক্রিকেট ক্লাব ১১৫ রানে অলআউট হওয়ার দিনে, অপর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব অলআউট গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে অলআউট হয়েছে ১৬২ রানে। দুই ম্যাচেই প্রথম ব্যাট করা দুই দলকে হারের মুখ দেখতে হয়েছে।

ডিপিএলের চতুর্থ রাউন্ডে আজ ( বৃহস্পতিবার) টসে হেরে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংকের বোলিং তোপে মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায় ধানমন্ডি। জবাবে ব্যাট করতে নেমে ১১.১ ওভার হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নেয় ইমরুল কায়েসের দল। অপর ম্যাচে শাইনপুকুরের দেওয়া ১৬২ রানের লক্ষ্যকে মাত্র ১৭.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় গাজী গ্রুপ।

১১৬ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছিল অগ্রণী ব্যাংকও। মাত্র ২৬ রানেই হারিয়েছিল প্রথম তিন উইকেট। দুই ওপেনার ইমরানুজ্জামান ও সাদমান ইসলাম ফিরেছেন যথাক্রমে ১১ ও ১৮ রান করে। অধিনায়ক ইমরুলও ব্যাট হাতে এদিন রানের দেখা পাননি। প্রথম বলেই ফিরেছেন সাজঘরে। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে জয়ের বন্দরে নিয়ে গেছে মার্শাল আইয়ুব ও তৈবুর রহমানের ৪৭ রানের জুটি। ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আইয়ুব।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অগ্রণীর বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি ধানমন্ডির টপ অর্ডার। ৫৭ রানেই হারিয়েছে ৫ উইকেট। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন নুরুল হাসান সোহান ও মঈন খান। দুজনে মিলে গড়েছেন ৪৪ রানের জুটি। তবে দলের জন্য তা যথেষ্ট ছিল না। সোহান ২২ ও মঈনের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৫ রান। আর তাতেই মাত্র ১১৫ রানে থামে ধানমন্ডির ইনিংস। ম্যাচসেরা হয়েছেন ৫.৫ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেওয়া অগ্রণী ব্যাংকের বোলার রবিউল হক।
দিনের অপর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ১৬১ রানে থামে শাইনপুকুর। শাইনপুকুরের হয়ে দলীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন যুবায়ের হোসেন। শুরুটা ভালো পেলেও ইনিংস বড় করতে পারেননি কোনো ব্যাটার। আর তাতেই ৪৫.২ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায় শাইনপুকুর।
জবাবে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে জয়ের বন্দরে নিয়ে যান দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয়। বোলারদের রীতিমতো শাসন করেছেন এই দুই ব্যাটার। সাদিকুর ৩০ বলে ৫০ ও বিজয় খেলেন ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস। শেষের কাজটা করেছেন মোহাম্মাদ সালমান হোসেন ও শামসুর রহমান শুভ। দুজনের অপরাজিত ৬০ রানের জুটিতে মাত্র ১৭.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গাজী গ্রুপ। ম্যাচসেরা হয়েছেন ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেয়া শামিম মিয়া।
প্রথম দুই ম্যাচ জয় দিয়ে আসর শুরু করা ধানমন্ডি এ ম্যাচ হারে টানা দুই ম্যাচ হারের মুখ দেখলো। আর শাইনপুকুর হারলো টানা তিন ম্যাচ। আর প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করা গাজী গ্রুপের টানা তিন জয় এটি।

খেলার দুনিয়া | ফলো করুন :