রোহিতকে যে পরামর্শ দিলেন ভিলিয়ার্স

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৫৩ পিএম | ১৩ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অনেকদিন ধরেই ব্যাটে-বলে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট পাড়ায় রোহিতের অবসরের গুঞ্জন ও উঠেছিল। রোহিতকে তারকা সংস্কৃতিতে দলে রাখা হচ্ছে এমন দাবিও করেছিলেন অনেকে। তবে ভারতীয় অধিনায়ক নিজের রূপে ফিরলেন বিশ্বমঞ্চে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচসেরা ইনিংস খেলে ভারতকে এনে দিয়েছেন রেকর্ড তৃতীয় শিরোপা।

শিরোপা জয়ের পর রোহিত সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। ট্রফি জয়ের পর জানিয়েছেন এখনই অবসরে যাচ্ছেন না। এবার তার অবসর নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তার মতে রোহিতের এখন অবসর নেওয়ার কোনো কারণ নেই।

নিজের ইউটিউব চ্যানেলে ভিলিয়ার্স বলেন, ‘রোহিতের এখন অবসর নেওয়ার কোনো কারণ নেই। কোনো সমালোচনাকেও পাত্তা দেওয়ার দরকার নেই। তার রেকর্ডগুলোই তার হয়ে কথা বলে।’

ভিলিয়ার্স আরও বলেন,‘যদি ওর আগের ব্যাটিং দেখেন তাহলে দেখবেন পাওয়ারপ্লেতে ওর স্ট্রাইক রেট কম ছিল। কিন্তু ২০২২ সালের পর থেকে পাওয়ার-প্লেতে ওর স্ট্রাইকরেট ১১৫ হয়ে গিয়েছে। এটাই ভালো এবং সেরার মধ্যে পার্থক্য গড়ে দেয়।’

এরপর রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করে ভিলিয়ার্স বলেন,‘ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ওর জয় ৭৪% ম্যাচে। যা অতীতের যে কোনো অধিনায়কের থেকে বেশি। যদি সে এভাবে চালিয়ে যায় তাহলে ওয়ানডেতে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হবে সে।’

খেলার দুনিয়া | ফলো করুন :