মাঠে ফিরেই গোল করলেন মেসি,শেষ আটে মায়ামি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৩১ এএম | ১৪ মার্চ, ২০২৫

তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতে নেওয়া মেসি এখন খেলছেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে। তবে চোটের শঙ্কায় টানা তিন ম্যাচ ছিলেন মাঠের বাইরে। তবে তিন ম্যাচ পর মাঠে ফিরে দর্শকদের হতাশ করেননি ৩৭ বছর বয়সী ফুটবল সুপারস্টার। পেয়েছেন গোলের দেখা।

আজ ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও মেসি ছিলেন বেঞ্চে। ম্যাচের ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই দর্শকদের অপেক্ষার অবসান ঘটে। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা।

এবারের মৌসুমে এটি মেসির দ্বিতীয় গোল। আর মেসির গোলের পর ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-০ ব্যবধানে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে গেছে ইন্টার মায়ামি।

ক্যাভালিয়েরের বিপক্ষে করা এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল সংখ্যা এখন ৪৩ ম্যাচে ৩৭ টি। করেছেন ২০ গোলে সহায়তা। পাশাপাশি মেসির ক্যারিয়ার গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮৫৩ টি তে।

খেলার দুনিয়া | ফলো করুন :