টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:২১ এএম | ১৪ মার্চ, ২০২৫

বাংলাদেশ ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিল অনেক আগেই। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সে সিরিজ পিছানো হয়েছে। তবে এবার হয়তো দেখা যাবে আবারও টি-টোয়েন্টিতে দুই দলকে মুখোমুখি হতে। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটাই দাবি করেছে।

ক্রিকবাজের মতে এই বছরের অক্টোবরে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা চলছে। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুই দল এ সিরিজ খেলবে বলে জানানো হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝেও এটা নিয়ে আলোচনা হয়েছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন,‘আমরা ইতোমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছি। রমজানের পরে আরও আলোচনা হবে বলে আশা করি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তিন ম্যাচের সিরিজ আয়োজন করতে চাচ্ছি।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন,‘আপনি যদি এফটিপির দিকে তাকান তাহলে দেখবেন কেবল অক্টোবরে (২-১২ অক্টোবর) খেলার মতই সময় আছে। আমরা তারিখ নির্দিষ্ট করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি।’

গত নভেম্বরে বাংলাদেশ ও আফগানিস্তান দুবাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে। আর টি-টোয়েন্টিতে শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। সে ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিতে খেলেছিল আফগানিস্তান।

খেলার দুনিয়া | ফলো করুন :