‘পাকিস্তানের সাবেকদের মুখ বন্ধ রাখা উচিত’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:০৩ পিএম | ১৪ মার্চ, ২০২৫

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই পাকিস্তানই ঘরের মাঠে আয়োজিত আসরে বিদায় নিয়েছে সবার আগে। তাই স্বাভাবিকভাবেই তখন থেকে দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। দেশটির অনেক সাবেক ক্রিকেটাররা বর্তমান দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স ও পরবর্তীতে তীব্র সমালোচনার প্রভাব পড়েছে পাকিস্তান দলে। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। রিজওয়ানের অধিনায়কত্বের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে আগা সালমানকে। তবে বাবরদের দল থেকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাঈদ আজমল।

স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে আজমল বলেন, ‘আপনার কাছে কেবল একজনই বিশ্বমানের ক্রিকেটার আছে। যদি আপনি তাকেও নামিয়ে দেন, তাহলে ক্রিকেট কীভাবে আগাবে? আমাদের সাবেক ক্রিকেটারদের মুখ বন্ধ রাখা উচিত।’

আজমল আরও বলেন,‘একজন ক্রিকেটার হিসেবে আপনাকে বুঝতে হবে খারাপ সময় ক্রিকেটেরই অংশ। সারাজীবন একজন ক্রিকেটার একইভাবে ভালো খেলতে পারেন না। আপনি যদি শচীন টেন্ডুলকারও হন,তাহলেও আপনি প্রতি ম্যাচে ১০০ করতে পারবেন না।’

বাবর-রিজওয়ান আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেন না বলে সমালোচনা করেছেন অনেক সাবেক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে বাবরের গড় ভালো হলেও যেটা বেশি গুরুত্বপূর্ণ সেই স্ট্রাইকরেটই ১৩০ এর নিচে। যা পাকিস্তানকে শুরুতেই চাপে ফেলে দেয়। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি তাকে।

খেলার দুনিয়া | ফলো করুন :