কন্যা হারালেন আফগান ক্রিকেটার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৫১ পিএম | ১৪ মার্চ, ২০২৫

মেয়ে হারিয়েছেন আফগানিস্তানের ব্যাটার হজরতউল্লাহ জাজাই। দুই বছরের শিশুকন্যাকে হারিয়ে শোকে পাথর হয়ে আছেন তিনি। তাই তো নিজের মেয়ের মৃত্যুর খবর পর্যন্ত কাউকে জানাননি তিনি। জাজাই সতীর্থ করিম জানাতের বরাতে জানা গেছে এই খবর। তবে কী কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

জাজাইয়ের দুই বছর বয়সী মেয়ের মৃত্যুতে শোক নেমে এসেছে আফগান ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট দলের জাজাইয়ের সতীর্থ করিম জানাতের বরাতে জানা গেছে এই খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাত লিখেছেন,‘সকলের মতো আমিও অত্যন্ত শোকাহত। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জা‌জাই তার শিশুকন্যাকে হারিয়েছে। অবিশ্বাস্য এই কঠোর সময় ওনার এবং ওনার পরিবারের জন্য আমার হৃদয় বেদনায় কাতর। প্রার্থনা করি এই মর্মান্তিক কঠিন সময়ের মধ্যে যাওয়ার শক্তি পান ওনারা। জাজাই এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই।’

জাজাই কন্যার মৃত্যুর খবর দিলেও ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানাননি করিম জানাত। আর এই ক্রিকেটারও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন আফগান এই ব্যাটারকে।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি ওয়ানডে এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ গেল বছরের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা গেছে তাকে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলে তার জায়গা হয়নি।

খেলার দুনিয়া | ফলো করুন :