অভিনেতাকে কোচ বানিয়ে চমক দেখাল মুম্বাই

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:২৭ পিএম | ১৪ মার্চ, ২০২৫

আইপিএলে চমক আনছে মুম্বাই ইন্ডিয়ান্স! ড্রেসিংরুমে কোচের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতাকে। অনেকটা বিদঘুটে শোনালেও বাস্তবে এমনটাই হতে চলেছে আগামী ২২মার্চ হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে। বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে ‘স্পিরিট কোচ’ হিসাবে নিয়োগ দিয়ে যথারীতি চমক লাগিয়ে দিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটি।

গতকাল বৃহস্পতিবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। মূলত গত দুই আসরে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে নি আসরের পাঁচ বারের শিরোপাধারী দলটি। তাই এবার আসরের শুরু থেকে বেশ সতর্ক অবস্থানে আছে রোহিত শর্মা-জাসপ্রিত বুমরাহর দলটি। জানা গেছে আসরে পারফরম্যান্স বাড়াতে খেলোয়াড়দের মানসিক অবস্থার দিকে মনোযোগ দিচ্ছে দলটি।

যে কারণে মেন্টাল কন্ডিশনিং কোচের পরিবর্তে দায়িত্ব দেওয়া হল জ্যাকিকে। তিনি দলের ‘স্পিরিট কোচ’ হিসেবে কাজ করবেন। এবারের আসরে মুম্বাইয়ের লক্ষ্য আগ্রাসী ক্রিকেট খেলা। সে জন্যই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে।

জ্যাকির কাজ হবে ম্যাচের জন্য ক্রিকেটারদের অনুপ্রাণিত করা। মানসিক ভাবে সতেজ এবং সাহসী রাখার চেষ্টা করবেন হার্দিক, রোহিতদের। নতুন দায়িত্বে তিনি কতটা সফল হবেন, তা বোঝা যাবে প্রতিযোগিতা শুরু হওয়ার পর। দেশের প্রথম সারির অভিজ্ঞ ক্রিকেটারদের তিনি কী ভাবে চাঙ্গা রাখবেন, তা নিয়েও উৎসাহ থাকবে ক্রিকেটপ্রেমীদের। অবশ্য ব্যক্তিগতভাবে বলিউডে স্বাস্থ্য সচেতন হিসেবে বেশ নামডাকও আছে তার। বিশেষ করে মেডিটেশনের জন্য জ্যাকির আলাদা কদর আছে সেখানে। তাই নতুন দায়িত্বে তার কাছে থেকে প্রত্যাশার পরিমাণটা একটু বেশিই রাখছে মুম্বাই ইন্ডিয়ান্স।

আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে নামবে হার্দিক পান্ডিয়ার দল। পরের ম্যাচে ২৯ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।

খেলার দুনিয়া | ফলো করুন :