এমবাপে ফিরলেন জাতীয় দলে, নতুন মুখ ‘বিস্ময়বালক’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:১৪ পিএম | ১৪ মার্চ, ২০২৫

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে ঘোষিত ফ্রান্স জাতীয় দলে ফিরলেন চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকা কিলিয়ান এমবাপে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সে ম্যাচে দলকে নেতৃত্বও দিবেন রিয়াল তারকা। গতকাল বৃহস্পতিবার দুই লেগের এই ম্যাচের জন্য দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিয়ে দিদিয়ে দেশম।

চোটের কারণে গেল বছরের সেপ্টেম্বর থেকে এমবাপেকে দলের বাইরে রেখে স্কোয়াড সাজান দেশম। সেসময় অবশ্য তাকে দলে না রাখায় বেশ সমালোচনার মুখেও পড়েন ফরাসি এই কোচ। সে বিষয়ে গত মাসে ফরাসি ক্রীড়াভিত্তিক পত্রিকা লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে দেশম জানান, ইউরোতে চোটে পড়া, রিয়াল মাদ্রিদে মানিয়ে নেওয়া- সবকিছু বিবেচনা করেই দলের সেরা খেলোয়াড়কে বাইরে রেখেছিলেন তিনি। ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফেরানোর কথাও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন দেশম। রিয়ালে যোগ দেওয়ার সবমিলিয়ে ৩২ গোল করা এমবাপে ক্লাবের প্রয়োজনে জ্বলে উঠার নজির রেখেছেন চলতি মৌসুমে।

এদিকে নেশন্স লিগ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছে ফ্রান্সের তরুণ তুর্কি দিজায়ার দুয়ে। পিএসজির হয়ে খেলা এই স্ট্রাইকার ২৩ ম্যাচে ১৭ গোল করেছেন। উইঙ্গার পজিশন ছাড়াও মিডফিল্ডেও সমান পারদর্শী তিনি। গত মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগে বদলি বেঞ্চ থেকে উঠে এসেও দুর্দান্ত খেলেছেন। পেনাল্টি শ্যুট-আউট থেকে প্রথম গোলটিও করেছিলেন তিনি।

দুয়েকে নিয়ে দেশম বলেন,‘ক্লাবের হয়ে সে সবসময়ই মূল দলে খেলেন না। কিন্তু যখনই সে মাঠে নামে তখনই নিজেকে প্রমাণে ব্যস্ত রাখে। সে বয়সে এখনো তরুণ, কিন্তু সে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। তাই আমি তাকে এখনই ডেকেছি। কারণ আমি মনে করি এটাই সঠিক সময়।’ আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার ঘরের মাঠে খেলবে ফ্রান্স। আর ২৩ মার্চ দ্বিতীয় লেগে প্যারিসে মুখোমুখি হবে এমবাপেরা

খেলার দুনিয়া | ফলো করুন :