যে কারণে রোহিতদের কোচিং করাতে চান না দ্রাবিড়
স্রেফ একটা ম্যাচ-সবকিছু উলটপালট। শেষ ভালো যার সব ভালো তার। বাহবা পাচ্ছে অস্ট্রেলিয়া; ভারত পাচ্ছে সহানুভূতি। অথচ সদ্য শেষ হওয়া বিশ্বকাপ জুড়ে যেই দাপুটে ক্রিকেট খেলেছে ভারত; তাতে বাহবাটা তাদেরই প্রাপ্য ছিল। হতে পারত প্রশংসাও। অথচ দলটিকে যেতে হচ্ছে সমালোচনার মধ্যে দিয়ে।
খুঁটিয়ে খুঁটিয়ে বের করা হচ্ছে কতশত কারণ। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের দিকেও উঠেছে অভিযোগের আঙুল। এই পরিস্থিতিতে থেকে দূরে থাকতে ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন দ্রাবিড়; শোনা যাচ্ছে এমনটিই। বলা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হারের দুঃখ নিয়েই রোহিদের দায়িত্ব ছাড়ছেন দেশটির সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।
কিন্তু প্রশ্ন হলো; কেন আর রোহিতদের প্রধান কোচের দায়িত্ব নিতে চান না দ্রাবিড়। তার জায়গায় বা আসছেন কে। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে সে সব কথায়।
টাইমস অব ইন্ডিয়া বিসিসিআইয়ের কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না দ্রাবিড়। তার জায়গায় প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন ভিভিএস লক্ষ্মণ।
মূলত, ২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধান কোচ হওয়ার পর এশিয়া কাপ ছাড়া তেমন কোনো ট্রফি জেতেনি ভারত। হেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সবশেষ ওয়ানডে বিশ্বকাপ। যা তাকে চাপে ফেলছে। আর সেই চাপ থেকে দূরে থাকতেই রোহিত-বিরাটদের দায়িত্ব নিতে চান না তিনি।
বিসিসিআই সূত্রে বলা হচ্ছে, ‘পূর্ণ মেয়াদে দলের প্রধান কোচ থাকতে আর রাজি নন দ্রাবিড়। কেননা প্রায় ২০ বছর ধরে খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন তিনি। এখন কোচ হিসেবেও দলের সঙ্গে আছেন। আর এর ফলে তাকে সমর্থকের চাপ নিতে হচ্ছে। যেটা তিনি আর চাইছেন না। তবে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী তিনি। কেননা, এই দায়িত্বে থাকলে নিজ শহর বেঙ্গালুরুতেও থাকতে পারবেন দ্রাবিড়।’