আর্জেন্টিনা ম্যাচের আগে ছিটকে পড়লেন নেইমার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:০৫ এএম | ১৫ মার্চ, ২০২৫

আগেই শঙ্কা করা হয়েছিল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোর ম্যাচে নাও থাকতে পারেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়র। এবার সেটাই সত্যি হতে যাচ্ছে, বহুল কাঙ্ক্ষিত সেই ম্যাচের আগেই ছিটকে পড়েছেন সদ্য আল হিলাল থেকে সান্তোসে পা রাখা নেইমার।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ভালোবাসার উষ্ণতার খোঁজে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন তিনি। তবে সেখানেও বাগড়া দিল অপয়া চোট। যেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিজের প্রথম বাড়িতে ফিরলেন নেইমার, সেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থাকতে পারছেন না তিনি। অবশ্য সেখানে আগের লেগে একটি হলুদ কার্ড দেখায় ম্যাচে তার থাকা নিয়ে শঙ্কা ছিল। আর এবার সেটাই সত্যি হল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে গতকাল শুক্রবার নিজের ছবি পোস্ট করে চোটের কারণে ম্যাচে বাদ পড়ার কথা জানান ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেখানে তিনি লিখেন,‘ব্রাজিলের জার্সিতে ফিরে আসাটা খুব কাছে মনে হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আমি এখনই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সি পরতে পারব না। আমাদের অনেক দীর্ঘ আলোচনা হয়েছে এবং সবাই জানে আমার ফিরে আসার ইচ্ছা, কিন্তু আমরা একমত হয়েছি যে কোনো ঝুঁকি না নিয়ে চোট পুরোপুরি নির্মূল করার জন্য যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত।’

তার বদলে ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিক। নেইমারসহ আরো একাধিক খেলোয়াড়ের না থাকা নিয়ে বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেখানে জানানো হয়,‘ দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী ২১ শে মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে সেলেসাওরা। পরের ম্যাচে আলবিসেলেস্তাদের ঘরের মাঠে মুখোমুখি হবে ব্রাজিল।

 

খেলার দুনিয়া | ফলো করুন :