টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড
এতোদিন ধরে টি-টোয়েন্টির সুপার ওভারে ১ রান তোলার লজ্জার রেকর্ড ছিল আফগানিস্তানের। তবে এবার তাদেরকে টপকে গেল মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। গতকাল শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হংকংয়ের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুপার ওভারে শূন্য রানের আউট হওয়ায় রেকর্ডটি করেছে তারা।
গেল বছরের জানুয়ারিতে ভারতের মাটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচে সুপার ওভারে মাত্র এক রানে আউট হয়ে যায় সফরকারী ভারত। ওই ম্যাচে প্রথম সুপার ওভারে ম্যাচ টাই হলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। আর সেখানেই ভারতের করা ১১ রানের জবাব দিতে ১ রান করতেই সুপার ওভারের নিয়ম অনুযায়ী ২টি উইকেট হারিয়ে অলআউট হয় আফগানিস্তান। তবে এবার সেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে বাহরাইন।
গতকাল মালয়েশিয়ায় অনুষ্ঠিত এ ম্যাচে সুপার ওভারে আগে ব্যাট করেছিল বাহরাইন। প্রথম বল ডট হওয়ার পর উইকেট হারিয়েছে পরের দুই বলেই। তাতেই আন্তর্জাতিক টি -টোয়েন্টিতে লজ্জার রেকর্ড গড়ে দলটি। আর সুপার ওভারে মেডেন দেওয়ার কীর্তি গড়েন হংকং পেসার ইহসান। আর ব্যাট হাতে বাবর হায়াত ১ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে আবার ডট খেলেছেন সুপার ওভারের প্রথম দুই বল। তৃতীয় বলে এক রান নিয়ে হংকংকে ম্যাচ জিতিয়েছেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে সুপার ওভারে এর আগে শূন্য রানে আউট হওয়ার নজির না থাকলেও ঘরোয়া আসরে অবশ্য এই রেকর্ড গড়া হয়েছে অনেক আগেই। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে দিল্লিতে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। এরপর আরো অনেক দলই লজ্জার এই রেকর্ডের সাক্ষী হয়েছে।