টানা চার জয় তামিমের মোহামেডানের, হারল রূপগঞ্জ
চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটা ধরে রেখেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে পঞ্চম রাউন্ডে এসেই পথ হারলো আকবর আলির দল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হারতে হলো রূপগঞ্জকে। আর তাতেই পয়েন্ট টেবিলের চারে নেমে এসেছে দলটি।
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৭.২ ওভারেই ১৫৯ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। আর তাতেই আসরের টানা চার জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল।
২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। দলীয় ১৯ রানের মাথায় ১১ রান করে ফিরে যান তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে এদিনও ব্যর্থ সৌম্য সরকার। করেছেন মাত্র ১১ রান। আসরে ব্যাট হাতে উড়তে থাকা সাইফ হাসান এদিন রানের খাতাই খুলতে পারেননি। ৫৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রূপগঞ্জ। এরপর শেখ মেহেদি হাসান ও জাকের আলী অনিক হাল ধরার চেষ্টা করেও পারেননি। দলীয় সর্বোচ্চ ৪৩ রান এসেছে মেহেদির ব্যাট থেকে। জাকের করেছেন ২৫ রান। আর তাতেই মাত্র ১৫৯ রানে থামে রূপগঞ্জের ইনিংস। মোহামেডানের হয়ে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহামেডানকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক তামিম ও রনি তালুকদার। দলীয় ৪৮ রানে ২৮ রান করে ফিরে যান তামিম। আর রনির ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর তাওহিদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে গড়েন ৬৩ রানের জুটি। অঙ্কন ৪২ ও হৃদয় করেন দলীয় সর্বোচ্চ ৬৬ রান। ব্যাট হাতে রানের দেখা পেতে এদিনও ব্যর্থ মুশফিকুর রহিম। করেছেন মাত্র ১ রান। রূপগঞ্জের হয়ে শরিফুল ইসলাম নিয়েছেন চার উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৫৩/৯ ( তাওহিদ হৃদয় ৬৬, মাহিদুল ইসলাম অঙ্কন ৪২, শরিফুল ইসলাম ৪/৫৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৫৯/১০ ( শেখ মেহেদি হাসান ৪৩, জাকের আলি অনিক ২৫, মেহেদী হাসান মিরাজ ৪/৩৮)
ফল:৯৪ ম্যাচে জয়ী মোহামেডান
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ