মুমিনুলের দারুণ ব্যাটিংয়ে টেবিলের শীর্ষে আবাহনী

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:১৬ পিএম | ১৫ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ শনিবার মুমিনুল হকের নজরকাড়া ইনিংস দিয়ে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। তাতে আসরে ৫ ম্যাচের ৪ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি।

বিকেএসপিতে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে আবাহনী। ৩১১ রানের লক্ষ্য তাড়ায় নামলে ব্রাদার্সকে ২৩০ রানেই আটকে দেয় আবাহনী।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ধরে খেলতে না পারলেও দলের রানের লাগাম ধরার চেষ্টা করেন চারে নামা মোঃ মিথুন। ৮৬ বলে ৭১ রান করে মাঠ ছাড়লে দলের ব্যবধান আরো বাড়িয়ে দেন মুমিনুল হক। আইছ মোল্লার বলে আউট হওয়ার আগে ৭৪ বলে ৯২ রান করেন তিনি। আবাহনীর হয়ে মাহফুজুর রাব্বি করেন ২৮ রান। তাতে ৩১০ রানে থামে নাজমুল হোসেন শান্তর দলটি। ব্রাদার্সের হয়ে ২ টি উইকেট নেন আল আমিন হোসাইন।

জবাবে ৩১১ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে শুরুতে ভালো করলেও একজন বাদে দলের কেউ লম্বা ইনিংস খেলতে না পারায় ২৩০ রানে থামে ব্রাদার্স। অধিনায়ক মাইশুকুর রহমানের ৭৮ বলে ৮৪ রানের ইনিংসে ভর করে মোটামুটি পুজিঁ তোলে তারা। দলকে আরেকটু এগিয়ে দেন তিনে নামা মিজানুর রহমান। ৫৩ বলে ৪৫ রান করেন তিনি। তবে শেষ রক্ষা হয় নি তাদের। ৮০ রানের হার দিয়ে মাঠ ছাড়তে হয় দলকে। আবাহনীর হয়ে ২ টি করে উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহরাব হোসেন। নাহিদ রানা, মাহফুজুর রহমান নেন ১ টি করে।

সংক্ষিপ্ত স্কোর :
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ৩১০/৮( মুমিনুল ৯২,মিথুন ৭১; আল আমিন ৪১/২)
ব্রাদার্স ইউনিয়ন : ৫০ ওভারে ২৩০/৭ ( মাইশুক ৮৪,মিজান ৪৫;সৈকত ১২/২)
ফল : আবাহনী লিমিটেড ৮০ রানে জয়ী
ম্যাচসেরা : মুমিনুল হক

খেলার দুনিয়া | ফলো করুন :