বক্স অফিসে অভিষেক হতে যাচ্ছে ওয়ার্নারের
ভারতীয় সিনেমার প্রতি ডেভিড ওয়ার্নারের টান অনেক পুরোনো। বিশেষ করে তেলেগু সিনেমা নিয়ে অনেকবার এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কথা বলতে শোনা গেছে। পুষ্পা সিনেমায় অভিনয়ের গুঞ্জন উঠেছিল তার। কিন্তু সে গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি। তবে ওয়ার্নারকে সিনেমায় দেখার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে তার ভক্তদের। ভারতীয় সিনেমা ‘রবিনহুডে’ দেখা যাবে তাকে।
ওয়ার্নারকে যে ‘রবিনহুড’ সিনেমায় দেখা যাবে তা আগেই জানিয়েছিলেন সিনেমার প্রযোজক রবি শংকর। তবে ক্রিকেটারের থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এতদিন। অবশেষে নীরবতা ভেঙেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। এবার ওয়ার্নার নিজেই জানালেন, ভারতীয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।
আজ ওয়ার্নারের ছবি সংবলিত ‘রবিনহুড’ সিনেমার পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’
পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার ভারতীয় সিনেমায় পা রাখার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’
আগামী ২৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।
ওয়ার্নারের পোস্টার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি করেছে। তবে ভারতীয় সিনেমায় অভিনয় করা ওয়ার্নারই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার নন। ২০১৬ সালে বলিউড সিনেমা ‘আনইন্ডিয়ান’ এ অভিনয় করেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি।