স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জয় বাংলাদেশের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৫৩ পিএম | ১৫ মার্চ, ২০২৫

অলিম্পিক গেমসে স্বর্ণ জয় এখনও স্বপ্ন বাংলাদেশের। তবে স্পেশাল উইন্টার গেমসে টানা দুইবার স্বর্ণ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। ইতালির তুরিন শহরে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে স্বর্ণ ধরে রেখেছে বাংলাদেশ।

গতকাল বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়েছিল। আর ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইউক্রেন। আজ ফাইনালে লড়াই হলেও বাংলাদেশের মেয়েদের সঙ্গে পেরে ওঠেনি ইউক্রেন। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছে স্বর্ণার দল।

ইউক্রেনের জালে গুনে গুনে চার গোল দিয়েছে বাংলাদেশ। গোল করেছেন অধিনায়ক স্বর্ণা, ফাতেমা ,ফাবিয়া ও তামাল্লিন। এই দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।

যেসব দেশে তুষারপাত হয় না, তাদের জন্য রাখা হয়েছে ফ্লোরবল, যা অনেকটা হকি খেলার মতো। বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে দুই ধরনের অলিম্পিক গেমস হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন।

খেলার দুনিয়া | ফলো করুন :