গেইলের ছবি ব্যবহার করে কোটি রূপির প্রতারণা
বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ ক্রিস গেইল। ক্রিকেটের খোঁজ-খবর রাখেন কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে চেনেন না এমন মানুষ পাওয়া ভার। এবার গেইলের পরিচিতি ব্যবহার করে দুর্নীতির অভিযোগ করেছেন ভারতের হায়দ্রাবাদের এক মহিলা।
গেইলের ছবি ও ভিডিও দেখিয়ে তার সঙ্গে কোটি কোটি রূপির প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঐ মহিলা। ৬০ বছরের ঐ মহিলা ব্যবসায়ী অভিযোগ করেন নিজের ভাই এবং ভ্রাতৃবধূর বিরুদ্ধে। আরও চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঘটনার শুরু হয় ২০১৯ সালে। অভিযোগকারীর ভাই এবং ভ্রাতৃবধূ তাকে একটি বিনিয়োগের প্রস্তাব দেন। তাকে বলা হয়, কেনিয়ার একটি কফি সংস্থায় বিনিয়োগ করলে ভাল মুনাফা লাভ করতে পারবেন। সংস্থাটির মালিক তাদের পরিচিত। মহিলার বিশ্বাস অর্জনের জন্য ক্রিস গেলের ছবি এবং ভিডিও দেখিয়ে বলা হয়, সংস্থায় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটারেরও বিনিয়োগ রয়েছে। তাকে বলা হয় মোট ৫ কোটি ৭০ লাখ রূপি বিনিয়োগ প্রয়োজন। আশ্বাস দেওয়া হয়, বিনিয়োগের অঙ্কের ৪ শতাংশ করে প্রতি মাসে ফেরত দেওয়া হবে।
ভাইয়ের কথা বিশ্বাস করে নিজে ২ কোটি ৮০ লাখ রূপি বিনিয়োগ করেন অভিযোগকারী মহিলা। এ ছাড়াও বন্ধু এবং পরিবারের অন্যদের উৎসাহিত করে আরও ২ কোটি ২০ লাখ রূপি বিনিয়োগ করান। তবে কিছু দিন পর থেকে সংস্থার ক্ষতির কথা বলতে শুরু করেন অভিযুক্ত ভাই এবং তাঁর স্ত্রী। বন্ধ হয়ে যায় প্রতি মাসে আশ্বাসমতো রূপি ফেরত দেওয়া। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, ৫ কোটি ৭০ লাখ রূপির মধ্যে সকলে মিলে ৯০ লাখ রূপি ফেরত পেয়েছেন। কেউ আর কোনও রূপি পাননি।
ব্যবসায়ী মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ।