টি-টোয়েন্টিতে ফেরার যে শর্ত দিলেন কোহলি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:২৩ পিএম | ১৫ মার্চ, ২০২৫

ভারতীয় ক্রিকেট পার করছে অবিশ্বাস্য সময়। শেষ তিন আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে তারা। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আগে গত বছর জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ জয় দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি।

তবে আবারও টি-টোয়েন্টি অবসব ভেঙে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি। তবে তার জন্য বড় এক শর্তও দিয়েছেন ভারতের এই ব্যাটিংস্তম্ভ। কোহলি জানিয়েছেন ২০২৮ অলিম্পিক্সে ভারত যদি ফাইনালে উঠতে পারে, তা হলে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি।

শনিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে কোহলি বলেন, যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারে, তা হলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিক্সের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।’

উল্লেখ্য, ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। তা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যোগ্যতা অর্জন কী ভাবে হবে তা এখনও ঠিক হয়নি। অলিম্পিকে ক্রিকেট ফেরা নিয়ে কোহলি বলেন, অলিম্পিক্সের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভাল ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভাল হবে।

খেলার দুনিয়া | ফলো করুন :