‘ভারত বিশ্বকাপ জিতলে সেটা হতো হতাশার’

‘ভারত বিশ্বকাপ জিতলে সেটা হতো হতাশার’

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি ইস্যুতে কথা বলতে গিয়ে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে টেনে এনেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক। এরপর থেকেই আলোচনায় আছেন এই ক্রিকেটার। এবার ভারত বিশ্বকাপ প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন ভারত বিশ্বকাপ জিতলে সেটা ক্রিকেটের জন্যই হতাশার কারণ হতো।

সম্প্রতি পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে অংশ নিয়ে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমি যদি সত্যি বলি, তবে বলব ক্রিকেট জিতেছে। ভারত তাদের হোম সুবিধা ব্যবহার করছিল। আর সে কারণে ভারত বিশ্বকাপ জিতলে সেটা হতো ক্রিকেটের জন্য হতাশার। ক্রিকেট এটাই প্রমাণ করেছে যে এটা সাহসী এবং মানসিকভাবে শক্তিশালী দলকে সাহায্য করে। যদি ভারত জিতত, আমার খুব খারাপ লাগত।’

এর আগে অবশ্য ঐশ্বরিয়াকে নিয়েও কটূক্তি করেছিলেন রাজ্জাক। পিসিবিকে সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ‘আপনি যদি ঐশ্বরিয়াকে বিয়ে করেন আর ভাবেন যে ভালো সন্তান জন্ম দিতে পারবেন তা হবে না।’ যদিও পরে নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

সম্পর্কিত খবর