প্রকাশিত হলো বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি
বদলে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সির নকশা। নতুন প্রকাশিত অ্যাওয়ে জার্সিতে এসেছে ভিন্নতা। সম্পূর্ণ লাল রঙের অ্যাওয়ে জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল দলের স্পন্সর প্রতিষ্ঠান ‘দৌড়’। । আগামী ২৫ মার্চ ভারতে বিপক্ষে এ জার্সি পরেই হয়তো মাঠে নামবে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরিরা।
বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত কোনো কিট স্পন্সর ছিল না। তবে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি চার মাসের মধ্যেই প্রথমবারের মতো কিট স্পন্সর নিশ্চিত করেছে। তার ফলস্বরূপ প্রকাশিত হয়েছে নতুন এই অ্যাওয়ে জার্সি। যার মূল্য ধরা হয়েছে ১৪০০ টাকা।
জার্সির পুরোটা জুড়ে ব্যবহৃত হয়েছে লাল রং। আর তার মাঝে বাংলাদেশের মানচিত্র, নদী, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার প্রতিবিম্ব আঁকা রয়েছে। জার্সির সামনের অংশে বুক বরাবর নেমে গেছে কয়েকটি নদী। যা প্রতিনিধিত্ব করছে নদীমাতৃক বাংলাদেশের। নদীকে বোঝাতে কিছুটা হালকা লাল রং ব্যবহার করা হয়েছে।
জার্সি জুড়ে থাকা পতাকার লাল রঙের মাঝে উঠছে নতুন দিনের সূর্য। আর হাতায় রাখা হয়েছে জাতীয় ফুল শাপলার প্রতীকী ডিজাইন যা খেলোয়াড়দের শক্তি-সামর্থ্য, স্বচ্ছতা ও দৃঢ় মনোবলের পরিচয়ও দিচ্ছে। জার্সিটির ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার তাসমিত আফিয়াত।