পাঁচ ম্যাচে জয়হীন রূপগঞ্জ, সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংককে জেতালেন সাদমান
চতুর্থ রাউন্ড শেষে একমাত্র দল হিসেবে জয়ের দেখা পায়নি রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আজ ছিল সেই অভিশাপ ভাঙার লড়াই। তবে এদিনও জয়ের মুখ দেখতে ব্যর্থ হয়েছে দলটি। সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে রূপগঞ্জ।
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে বিকেএসপিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ২৬০ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই আসরের টানা তিন জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক।
২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরানুজ্জামান। দুজনে মিলে গড়েন ৫২ রানের জুটি। ইমরান ২০ বলে ২৮ রান করে ফিরে যান। এরপর অধিনায়ক ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে সাদমান গড়েন ৮৬ রানের জুটি। ইমরুল ৬২ করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ১১৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওপেনার সাদমান।
এর আগে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই প্রথম উইকেট হারায় রূপগঞ্জ। এরপর অমিত মজুমদার ও আসাদুল্লাহ আল গালিব মিলে গড়েন ১২৪ রানের জুটি। অমিত ৮১ ও গালিব করেন ৫৭ রান। শেষে আরিফুল হকের ৩১ বলে ৪০ রানের ইনিংসে ২৬০ রান করে রূপগঞ্জ। তবে তা বাধা হয়নি অগ্রণীর জন্য। ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইমরুল কায়েসের দল। ম্যাচসেরা হয়েছেন সাদমান ইসলাম।