আইপিএল মিস করবেন চেন্নাইয়ের সবচেয়ে দামি ক্রিকেটার
গত মৌসুমেই নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা খরচ করে বেন স্টোকসকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। তাকে দলে টানতে খরচ করেছিল ১৬ কোটি ২৫ লাখ রুপি। যদিও কাজের কাজ হয়নি কিছুই। কেননা, চোটের কারণে মাত্র দুই ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।
তবে এই মৌসুমের শুরু থেকেই স্টোকসে পাওয়ার আশা করেছিল চেন্নাই। তবে শেষ পর্যন্ত হচ্ছে না সেটিও। হাঁটুর অস্ত্রোপচারের কারণে আইপিএল না খেলার কথা জানিয়েছিলেন দলকে। যা মেনেও নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে অবশ্য চোট নিয়েই অবসর ভেঙে বিশ্বকাপে ফিরেছিলেন স্টোকস। যদিও বিশ্বকাপটা ভালো কাটেনি ইংলিশদের। আসরজুড়ে হাঁটুর চোটে ভুগতে হয়েছে তাকেও। পুরো আসরেই বল করতে দেখা যায়নি তাকে। তাই আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে হাঁটুতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেটি হলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আর সে কারণেই মূলত, আইপিএল না খেলার কথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছিলেন স্টোকস। সেখান থেকে সারা পাওয়ায় আর কোনো সমস্যা নেই তার। তবে সমস্যা হলো তার বিকল্প ভাবতে হচ্ছে ধোনির দলকে। এখন দেখার বিষয় স্টোকসের বিকল্প কাকে বেছে নেই দলটি।