পারটেক্সকে উড়িয়ে টানা দুই জয়ে গুলশান
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ রোববার আজিজুল হাকিম তামিমের ঝড়ো ব্যাটিংয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আসরের নতুন নাম লেখানো দল গুলশান ক্রিকেট ক্লাব। এ জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ষ্ঠ অবস্থানে আছে দলটি। যেখানে সমান ৬ পয়েন্ট নিয়ে রান ব্যবধানে এগিয়ে পঞ্চম অবস্থানে আছে লিজেন্ড অব রূপগঞ্জ।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে গুলশান ক্রিকেট ক্লাব। নাঈম ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২২২ রান তাড়ায় ব্যাট করতে নামা পারটেক্স থামে ১৬৪ রানে। তাতে ৫৭ রানের ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে গুলশান।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ধাক্কা খায় গুলশান। ২৪ রানে ১ উইকেট হারালে দলের রানের খাতা মেলে ধরেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এরপর তিনে নামা লিটন দাসকে নিয়ে রান ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও শতকের ঘর পার করতে পারেন নি তারা। ১৯০.৪ ওভারে আউট হন লিটন। এর ৩ ওভার পরে আউট হন ৭৯ বলের ৬২ রানের ইনিংসে খেলা তামিম। পরে নামা ইফতি যোগ করেন ৩২ রান। মেহেদি হাসান করেন ১৩ বলে ২৩ রান। আর শেষে নামা মোহাম্মদ ইলিয়াসের অপরাজিত ২১ রানে ভর করে পারটেক্সকে ২২১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গুলশান। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট তুলে নেন তাওফিক আহমেদ। শাহীদুল ইসলাম ২ টি আর আলাউদ্দিন বাবু ,নাইম ইসলাম ও রবিউল ইসলাম রবি নেন ১ টি করে উইকেট।
২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুলশানের বোলারদের তোপের মুখে পড়ে পারটেক্সের ব্যাটাররা। তাতে ৩৬ রানে ২ উইকেট হারায় তারা। ২২ গজে ব্যাটারদের আসা যাওয়ার ব্যস্ততা বাড়তে থাকায় নিজেদের ইনিংস বড় করতে পারেন নি দলটির ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রবিউল ইসলাম রবি। জয়রাজ শেখ করেন ২৯ রান। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। গুলশানের হয়ে ২টি করে উইকেট তুলে নেন নাঈম ইসলাম, নাহিদউজ্জামান ও আসাদুজ্জামান পায়েল।
সংক্ষিপ্ত স্কোর :
গুলশান ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২২১/৯ ( তামিম ৬২, লিটন ২২, ইফতি ৩২;তাওফিক ৫৬/৩)
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৪৩.২ ওভারে ১৬৪/১০( রবি ৩০, জয়রাজ ২৯; নাঈম ১২/২)
ফল : গুলশান ক্রিকেট ক্লাব ৫৭ রানে জয়ী
ম্যাচসেরা : আজিজুল হাকিম তামিম।