‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর’
বাংলাদেশ সিনেমা জগতের একচ্ছত্র অধিপতি মেগাস্টার শাকিব খান। গত দুই দশক ধরেই দেশের সিনেমা জগৎ শাসন করছেন তিনি। একের পর এক রেকর্ড করা সিনেমা উপহার দিচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেট পাড়ায়ও আলোচিত হচ্ছেন শাকিব। বিপিএলে ঢাকা ক্যাপিটালস দল কিনে ক্রিকেট মহলেও পরিচিতি পেয়েছেন।
আজ রোববার (১৬ মার্চ) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান সময়ের সেরা অভিনেতা শাকিবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা।
তাসকিনকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সুদর্শন ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। সদা হাস্যোজ্জ্বল তাসকিন মাঝে মাঝে সানগ্লাস পরে নায়কের মত ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই এই অনুষ্ঠানে তার সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ এসেছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার তখন বলেছেন শাকিবের নাম। তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন ক্রিকেট থেকে অবসর নিয়ে এসো।’
তানজিদ তামিম শাকিব খানের সামনেই তাকে দেশের এক নম্বর তারকা বলেছেন। একই সঙ্গে রিমার্ক হারলান বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এ বছরের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।