নাসিরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে এপ্রিলে

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:০৫ পিএম | ১৬ মার্চ, ২০২৫

খেলোয়াড়ি জীবনে মাঠের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে নানা বিতর্কের কারণে প্রায়ই আলোচনায় থাকতেন অলরাউন্ডার নাসির হোসেন। যে কারণে অকালেই ক্ষতির মুখে পড়েছে সম্ভাবনাময় এই অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার। তবে লম্বা সময়ের নিষেধাজ্ঞার পরে আবারো মাঠে ফিরছেন বলে গুঞ্জন আছে নাসিরের।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি টেন লিগ খেলতে গিয়ে আইফোন গিফট নেওয়ায় কাল হল নাসিরের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অগোচরে গিফট নেওয়ার জেরে ২০২৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। যার মেয়াদ শেষ হবে আগামী মাসে। এদিকে তার আবেদনের প্রেক্ষিতে ছয়মাসের স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর না করাতে আইসিসির সঙ্গে আলোচনাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ৮ এপ্রিল থেকে আবারো মাঠে নিয়মিত হতে পারবেন নাসির। জানা গেছে,চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে ক্রিকেটে ফেরার প্রস্তুতিও শেষ করেছে তিনি। পাশাপাশি মাঠেও নিয়মিত ঘাম ঝরাচ্ছেন ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে। আরর এই সময়ে বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

নাসিরকে দলে ভেড়ানোর বিষয়ে আবাহনীর নতুন কোচ হান্নান সরকার বলেন, ‘আগে তার নিষেধাজ্ঞা শেষ হোক। আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেব।’ সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

দেশের হয়ে এখন পর্যন্ত নাসির হোসেন খেলেছেন ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ।

খেলার দুনিয়া | ফলো করুন :