আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তারার মেলা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৪৫ এএম | ১৭ মার্চ, ২০২৫

আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে এক ঐতিহাসিক রাত, যেখানে ক্রিকেটের সঙ্গে থাকবে বলিউড ও সঙ্গীতের মিশ্রণ। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হাইভোল্টেজ ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বিসিসিআই।  

আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি কিং কোহলি ও কিং খানের দল। কলকাতার মাটিতে আরসিবি বনাম কেকেআরের দ্বৈরথ মানেই অন্য মাত্রার উত্তেজনা। ২০০৮ সালে আইপিএলের পথচলা শুরু হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে, যেখানে ব্রেন্ডন ম্যাককালামের ঐতিহাসিক ১৫৮ রানের ইনিংস এখনও সমর্থকদের মনে উজ্জ্বল। এবারও তেমনই রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রত্যাশা।  

এই ম্যাচে বিরাট কোহলির সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে নাইটদের স্পিন জুটি— সুনীল নারাইন ও সি ভি বরুণ। অন্যদিকে, কেকেআরের ব্যাটিং অর্ডারে ফিল সল্ট ও আন্দ্রে রাসেলদের বিপক্ষে আরসিবির জশ হেজলউডরা প্রস্তুত। তবে শুধু ক্রিকেট নয়, ২২ মার্চের আসল আকর্ষণ হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান।  

ম্যাচের আগে ৩০-৪৫ মিনিটের এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে থাকছেন সঙ্গীত ও সিনেমার জনপ্রিয় তারকারা। বলিউডের হার্টথ্রব দিশা পাটানি স্টেজ মাতাবেন নাচের ঝড় তুলে। একই সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। বাংলার মাঠে কেকেআরে বাঙালি ক্রিকেটার না থাকলেও, শ্রেয়ার কণ্ঠে বাংলা গান শোনার দাবিও তুলতে পারেন দর্শকরা।  

পাঞ্জাবি র‌্যাপার করণ আউজলাও থাকছেন এই আয়োজনে। তাঁর ‘হুস্‌ন তেরা তওবা তওবা’ গানটি ভাইরাল হওয়ায়, ইডেনেও তার পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা তুঙ্গে।  

ইডেনে যখন কেকেআরের খেলা, তখন শাহরুখ খানকে ছাড়া ভাবাই কঠিন। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ নিশ্চিত নয়, তবে নাইট রাইডার্সের ‘বিগেস্ট চিয়ারলিডার’ হিসেবে গ্যালারিতে তাঁর উপস্থিতি অনিবার্য।  

সব মিলিয়ে ২২ মার্চ ইডেনে শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, হতে চলেছে এক মহাযজ্ঞ। মাঠে বিরাট কোহলির ব্যাট, গ্যালারিতে শাহরুখের আবেগ, আর স্টেজে বলিউড-সঙ্গীতের মেলবন্ধন- এমন উদ্বোধন মিস করা করা কঠিন!

খেলার দুনিয়া | ফলো করুন :