পেরুতে খেলতে গিয়ে মার খেয়েছে ভেনেজুয়েলার ফুটবলাররা
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের মতোই কাণ্ড ঘটেছে পেরু-ভেনেজুয়েলা ম্যাচে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে হাতাহাতি হয়েছে সমর্থক ও পুলিশের মধ্যে। এমনকি পুলিশের হাতে মার হজম করতে হয়েছে ভেনেজুয়েলার ফুটবলারদেরকেও।
লিমায় অনুষ্ঠিত এ ম্যাচে তাদের মাঠে পেরুকে ১-১ গোলে রুখে দেয় ভেনেজুয়েলা। এরপর গ্যালারিতে আসা দর্শকদের অভিবাদন জানান দলটির ফুটবলাররা। জার্সিও ছুড়ে মারেন তাদের দিকে। তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় পেরু পুলিশ। এ সময় ফুটবলারদের সঙ্গে খানিকটা তর্কও হয় পুলিশের। যার এক পর্যায়ে লাঠি দিয়ে ফুটবলারদের আঘাত করে দেশটির পুলিশ।
ভেনেজুয়েলার ফুটবলার নাহুয়েল ফেরারিসি পুলিশের লাঠি চার্জ নিয়ে বলেন, ‘আমাকে মারা হয়েছে। যা কখনোই উচিত নয়। ম্যাচ শেষে আমরা কেবল আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে গিয়েছিলাম।’
বিষয়টি এটুকুতেই থেমে থাকেনি। ভেনেজুয়েলার ফুটবল দলের বিমান আটকে রাখার মতো অভিযোগ আনা হয়েছে পেরুর বিপক্ষে। বলা হচ্ছে ফুটবলারদের অপহরণ করার চেষ্টা চালিয়েছে পেরুভিয়ানরা। এ নিয়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান হিল বলেন, ‘আমাদের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজে জ্বালানি নিতে বাধা দেওয়া হয়েছে। যা প্রতিশোধমূলক অপহরণের মতো।’