আরও এক শিরোপা জিতলো ভারত

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৪৬ পিএম | ১৭ মার্চ, ২০২৫

শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা সর্বকালের সেরা ক্রিকেটারদের মাঝে থাকবেন উপরের সারিতে। দুজন অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তবে আবারও ব্যাট হাতে প্রতিপক্ষ হয়ে ফিরলেন দুজন। সেখানে অবশ্য শচীনের কাছে হার মানতে হয়েছে লারাকে।

সাবেকদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্সে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত মাস্টার্স দল। লারার দলকে ছয় উইকেটে হারিয়েছে শচীনের ভারত। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির পর আরেকটি শিরোপা ঘরে তুললো ভারত।

ইন্টারন্যাশনাল মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।


ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৪ রানের মাথায় ৬ রান করে ফিরে যান লার। দলটির হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন লেন্ডল সিমন্স। এ ছাড়া ৩৫ বলে ৪৫ রান করেন ওপেনার ডোয়াইন স্মিথ। তাতেই ১৪৮ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ দল।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আম্বাতি রাইদুর সঙ্গে উদ্বোধনী জুটিতেই ৭.৫ ওভারে ৬৭ রান করেন শচীন। ১৮ বলে ২৫ রান করে শচীন ফিরে গেলেও রাইডুর ব্যাট থেকে আসে ৭৪ রান। যুবরাজ সিং অপরাজিত থাকেন ১৩ রানে। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ম্যাচসেরা হয়েছেন ৫০ বলে ৭৪ রান করা রাইদু।

খেলার দুনিয়া | ফলো করুন :