পিএসএল রেখে আইপিএলে আসায় ক্রিকেটারকে আইনি নোটিশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:২৬ পিএম | ১৭ মার্চ, ২০২৫

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারই প্রথম একই সময়ে হচ্ছে। যার ফলে দুই লিগের মাঝে তৈরি হয়েছে বাড়তি প্রতিযোগিতা। তবে এ প্রতিযোগিতায় আইপিএলকেই বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। তার জন্য অবশ্য আইনি জটিলতায় পড়তে হচ্ছে তাকে।

মূলত পিএসএলে খেলার কথা ছিল বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাকে।

লিজাড উইলিয়ামসের বদলি হিসেবে বশকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমন ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে প্রোটিয়া এই অলরাউন্ডারকে।

পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। 

খেলার দুনিয়া | ফলো করুন :