দেশে এসেই ভারতের বিপক্ষে জয়ের বার্তা হামজার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫৩ পিএম | ১৭ মার্চ, ২০২৫

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরিকে দেখার অপেক্ষা অনেক দিনের। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশের জার্সিতে এ মাসেই মাঠে নামবেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। আজ (সোমবার) সকাল পৌনে বারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

হামজা ও তার পরিবারকে বরণ করে নিয়েছেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। তাদের সঙ্গে ছিলেন হামজার বাবা মোরশেদ চৌধুরি। এছাড়া বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত সমর্থকেরা। তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশের।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে হামজা বলেন, ‘দেশে ফিরে খুব ভালো লাগছে। বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারবো এই আনন্দে আমি ভীষণ রোমাঞ্চিত। কোচ কাববেরার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। সে মাফিক খেলতে পারলে আশা করি আমরা ভারতকে হারাতে পারব। ইনশাআল্লাহ ভারতের সঙ্গে আমরা জিতবো।’

এছাড়া গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজার বাবা মোরশেদ চৌধুরি বলেন,‘মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে সে (হামজা) আসছে। শেকড় যাতে ভুলে না যায় সে কারণেই তাকে আমি একে এখানে নিয়ে এসেছি। আমি তাকে জোর করিনি। সে নিজের ইচ্ছাতে এসেছে।’

সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে গেছেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ইংলিশ ক্লাব শেফিন্ড ইউনাইটেডের খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

খেলার দুনিয়া | ফলো করুন :