শান্তর মতে ক্রিকেটারদের বিদেশি লিগগুলোতে খেলা উচিত
আফগানিস্তানের ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগ খেললেও বাংলাদেশের ক্রিকেটাররা সে সুযোগ খুব একটা পান না। আর যারা সুযোগ পান নানা জটিলতায় তাদের যাওয়া হয় না। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মত দলের বিপক্ষে খেলা থাকলেও ক্রিকেটারদের ছাড়পত্র দেয় না বিসিবি। যা নিয়ে অনেক সমালোচনাও হয়।
আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বিসিবি ছাড়পত্র দিলে পিএসএলের এবারের আসরে নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে। লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।আর রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এদের কেউই ছাড়পত্রের জন্য এখনো আবেদন করেননি। পিএসএল চলাকালীন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত মনে করেন এ ধরণের টুর্নামেন্টে ক্রিকেটারদের যাওয়া উচিত।
নাহিদের পিএসএলে খেলা নিয়ে আজ মিরপুরে গণমাধ্যমকে শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’
বিদেশি লিগ গুলোতে খেলার গুরুত্বে কথা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে।