হামজাকে ভালোবেসে বিয়ে এবং অলিভিয়ার নতুন পরিচয়
বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আজকের দিনের সবচেয়ে বড় সংবাদ হামজা চৌধুরির আগমন। তার আগমনে বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু দেখছেন অনেকে। এই মাসেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
আজ (সোমবার) দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। হামজা এর আগেও দেশে এসেছেন তবে, দেশের ফুটবলার হিসেবে এবারই প্রথম দেশের মাটিতে পা রাখলেন। তাই এই আগমন তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর এই বিশেষ দিনে হামজার সঙ্গে আছেন তার মা,স্ত্রী ও সন্তানরা।
হামজাপত্নীর পূর্বনাম ছিল অলিভিয়া ফাউন্টেইন। ২০১৬ সালে হামজার যখন খ্যাতি ছিল না ফুটবলে তখন থেকেই তার সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন অলিভিয়া। ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরি হিসেবেই পরিচয় দেন তিনি। নিজ ধর্ম ত্যাগ করে অলিভিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়।
হামজার স্ত্রী পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। লেস্টার শহরেই নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। কিশোর বয়সেই ছবি আঁকার প্রতি ভালোবাসার সৃষ্টি। সেখান থেকেই পেশাগত জীবনে পথচলা। কুকুরের প্রতিও তার বাড়তি টান আছে ।
হামজা-অলিভিয়া দম্পতির তিন সন্তান রয়েছে। এক কন্যা দুই পুত্র। কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরি, পূত্র দেওয়ান ঈসা হুসাইন চৌধুরি এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরি।