ফাহমিদুলকে বাদ দেওয়ায় হতাশ বিপ্লব
প্রত্যাশা ছিল ভারতের বিপক্ষে খেলবেন তিনি। কিন্তু অনুশীলন শেষে সৌদি আরব থেকে ঢাকায় না ফিরে চলে গেলেন ইতালিতে। সম্ভাবনাময় খেলোয়াড় ফাহমিদুল ইসলামকে ক্যাম্প থেকে বাদ দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক তারকা ও কোচ বিপ্লব ভট্টাচার্য।
ইতালির প্রবাসী ফুটবলার ফাহমিদুল হককে ঢাকায় না আনার খবর প্রকাশ হতেই আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের একসময় গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। তিনি লিখেন, ‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ এ হ্যাটট্রিক করা খেলোয়াড়। যার মাঝে অনেক সম্ভবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।’
তিনি আরো লিখেন, ‘এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে ভবিষ্যতে তার লাল-সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়।’
অবশ্য তাকে ঢাকায় না আনার বিষয়ে জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছেন,‘ ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’
এদিকে ১৮ বছর বয়সী এ তরুণ ফুটবলারকে শেষপর্যন্ত দলে না রাখায় বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ফুটবল ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাব্বির আহমেদ নামে একজন ব্যবহারকারী লিখেন,` মর্ডান ফুটবলে যেখানে ইয়াংদের রাজত্ব চলছে (যেমন ভিনিসিয়ুস, জুডে বেলিংহাম ও ইয়ামাল ) সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল হক প্র্যাক্টিস সেশন এ হ্যাট্রিক করার পরও বাদ দেয়া হয়েছে ! বয়সের কারণ দেখিয়ে এই তরুণ তুর্কিকে বাদ দেয়া হয়।’