কোপা আমেরিকাই দি মারিয়ার শেষ, আর্জেন্টিনাকে বলছেন বিদায়

কোপা আমেরিকাই দি মারিয়ার শেষ, আর্জেন্টিনাকে বলছেন বিদায়

২০০৮ অলিম্পিক থেকে শুরু করে ২০২২ বিশ্বকাপ ফাইনাল; আর্জেন্টিনা যত কিছু জিতেছে গত দেড় দশকে, আনহেল দি মারিয়ার প্রত্যক্ষ অবদান ছিল তার সবকটাতেই। সেই দি মারিয়া এবার জাতীয় দলের জার্সিটা তুলে রাখার ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের আসরই হতে যাচ্ছে তার শেষ; এরপরই বিদায় জানাবেন আর্জেন্টিনাকে, আন্তর্জাতিক ফুটবলকে।

২০০৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক তার। এরপর আর্জেন্টিনাকে জিতিয়েছেন অলিম্পিক শিরোপা, কোপা আমেরিকা, লা ফিনালিসিমা আর পরম আরাধ্য বিশ্বকাপ। তার প্রত্যেকটা ফাইনালেই গোল করেছেন তিনি।

আগামী বছর জুনের শেষ দিকে শুরু হবে কোপা আমেরিকা, সবকিছু ঠিকঠাক থাকলে যা হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ মহাদেশীয় আসর। ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আর্জেন্টিনা তাতে নামবে তাদের শিরোপা ধরে রাখার মিশনে। 

এই আসরই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে তার খেলা শেষ টুর্নামেন্ট, এখানেই খেলবেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটা। ডি মারিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন এই খবর। বলেছেন, ‘কোপা আমেরিকায় আমি শেষ বারের মতো আর্জেন্টিনার জার্সিটা পরব। কথাটা বলতে আমার আত্মা ব্যথিত হচ্ছে খুব, গলা ধরে আসছে, আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর অধ্যায়টাকে আমি বিদায় বলতে চলেছি।’ 

আগামী কোপায় আকাশী-সাদা জার্সিটাকে তুলে রাখছেন, তার মানে ব্রাজিলের মাটিতে ম্যাচটাই হয়ে রইল তার জীবনের শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সে ম্যাচটার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি বলে বুঝাতে পারব না এই শেষ ম্যাচটাতে ভক্তদের উল্লাসে আমার অন্তর কেমন ভরে উঠেছিল, সতীর্থ ও বন্ধুদের সঙ্গে আমি এর প্রতিটা সেকেন্ড উপভোগ করেছি।’

সম্পর্কিত খবর