বিজয়ের সেঞ্চুরিতে টানা পাঁচ জয় গাজী গ্রুপের
মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স দুই দলই আজ মাঠে নেমেছিল আসরের টানা পাঁচ জয় পেতে। তবে যেহেতু দুই দল মুখোমুখি হয়েছে একে অপরের তাই এক দলকে হারতেই হতো। তবে সেই হারটা দেখতে হলো তামিম ইকবালের মোহামেডানের। আর তাতেই আসরের টানা ৫ জয় তুলে নিয়েছে গাজী-গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসটির মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ অধিনায়ক এনামুলের অপরাজিত ১৪৯ রানে ভর করে ৫ উইকেটে ৩৩৬ রান করে গাজী গ্রুপ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭১ রানের বেশি করতে পারেনি তামিমের দল মোহামেডান। আর তাতেই ৬৫ রানে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
৩৩৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত করেছিল দুই ওপেনার তামিম ও রনি তালুকদার। দুজনে মিলে গড়েন ৭২ রানের জুটি। তামিম ৩৪ বলে ঝড়ো ৪৮ রান করে ফিরে যান। টিকতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন। করেছেন মাত্র ৩ রান। এরপর তাওহীদ হৃদয় ও রনি মিলে গড়েন ৮০ রানের জুটি। তাতে ঘুরে দাঁড়িয়েছিল মোহামেডান। তবে ৩৬ রানে হৃদয়ের বিদায়ের পর রনিও ফিরে গেছেন ৭৪ রান করে। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি মোহামেডানের ব্যাটাররা। মুশফিকুর রহিমের ৪৯ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের দুই ওপেনার রীতিমত শাসন করেছেন মোহামেডানের বোলাদের। ওপেনিং জুটিতে এনামুল ও সাদিকুর রহমান গড়েন ১৪১ রানের জুটি। সাদিকুর ৬০ রান করে ফিরে গেলেও এনামুল ইনিংসের পুরোটা জুড়েই ছিলেন অপরাজিত। করেছেন ১৪৩ বলে ১৪৯ রান। শেষে তোফায়েল আহমেদের ২৯ বলে ৬৩ রানে ভর করে ৩৩৬ রানের পুঁজি পায় গাজী গ্রুপ।
বল হাতে এদিন রেকর্ড করেছেন মোহামেডানের তাসকিন আহমেদ। ১০ ওভার বল করে ৩ উইকেট নিলেও দিয়েছেন ১০৭ রান। যা বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৩৬/৫ (৫০ ওভার) (এনামুল হক বিজয় ১৪৯,তোফায়েল আহমেদ ৬৩)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৭১/১০( ৪৮.১) ( রনি তালুকদার ৭৪, মুশফিকুর রহিম ৪৯)
ফল: ৬৫ রানে জয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স
ম্যাচসেরা: এনামুল হক বিজয়।