সমালোচনা না করে পাশে থাকার অনুরোধ হারিস রউফের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৪০ পিএম | ১৮ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ব্যর্থতার যাত্রা শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেটে। নিজেদের দেশে আয়োজিত টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে সবার আগে। এমন ব্যর্থতার পর দলকে নতুন ভাবে সাজিয়েছে পাকিস্তান দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে।

তবে তাতে খুব একটা লাভ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান দল। তাই নতুন করে শুরু হয়েছে আবার সমালোচনা। বাবর-রিজওয়ানকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজকে। রানের দেখা না পাওয়ায় তাদের নিয়ে চলছে সমালোচনা। যারা নতুন এসেছেন এত দ্রুত তাদের সমালোচনা না করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের বোলার হারিস রউফ।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর নতুনদের পক্ষে নিয়ে রউফ বলেন,‘সমালোচনা পাকিস্তান ক্রিকেটের খুবই সাধারণ বিষয়। এরা নতুন এসেছে দলে। পৃথিবীর যে কোনো দলই নতুনদের পুরো স্বাধীনতা দেয়। নতুনদের যদি সুযোগ দেওয়া হয়, তাহলে টানা ১০ থেকে ১৫ ম্যাচ দেখা উচিত।’

রউফ আরো বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিকে খারাপ ভাবে শুরু হওয়া স্বাভাবিক। সমালোচনা করা পাকিস্তানে একটা অভ্যাসে পরিণত হয়েছে। সকলেই বসে থাকে পাকিস্তান দল কখন হারবে আর তারা সমালোচনা করতে পারবে। তারা তাদের মতামত দিতেই পারে। কিন্তু আমরা আমাদের দল গঠনের চেষ্টা করছি। সিনিয়র হিসেবে আমরা আমাদের জুনিয়রদের আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে বুঝতে সাহায্য করছি।’

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পিছনে নিজেদের ভাগ্যকেও কিছুটা দায়ী করেছেন রউফ। তবে দ্রুত পাকিস্তান দল ঘুরে দাঁড়াবে বলেও আশা ব্যক্ত করেন পাকিস্তানের এই পেসার। 

খেলার দুনিয়া | ফলো করুন :