প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তামিমের
নির্বাচনী মৌসুম চলছে। গণভবনে নেতা কর্মীদের ভিড়ও নেহায়েত কম নয়। ঠিক এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্যে তামিম ইকবাল, যার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, অন্তত এখন পর্যন্ত। তাতেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে বেশ করে।
গতকাল বৃহস্পতিবার তামিম ইকবাল তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়েছিলেন। দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
সে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন তামিম। লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময়ই আনন্দের।’ তাতেই প্রশ্ন চলে আসে, এই সময়ে কী কারণে গণভবনে গেলেন তামিম?
তবে তার জবাবটা তামিম দিয়েছেন কিছু পরেই। দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিশেষ কোনো পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ ছিল বৃহস্পতিবারের এই সাক্ষাৎ।
এর আগে গেল জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের পর তামিমকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। গণভবনে লম্বা সময় আলোচনার পর অবসরর সিদ্ধান্ত থেকে পিছু হটে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত জানান তিনি।
দেশে এখন নির্বাচনের মৌসুম। সাবেক অধিনায়ক মাশরাফি আগের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে, এবারও দলের মনোনয়ন পেতে জমা দিয়েছেন মনোনয়নপত্র, একই পথে হেঁটেছেন সাকিব আল হাসানও। তবে তার নিজের এমন কিছুর ভাবনা নেই, জানান তামিম।