কোহলি-রোহিতদের বিষয়ে নির্দেশনা পাল্টাচ্ছে বিসিসিআই

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:১৩ পিএম | ১৯ মার্চ, ২০২৫

বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পরে খেলোয়াড়দের নিয়ে কঠোর হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেবার খেলোয়াড়দের বিদেশ যাত্রায় সঙ্গে পরিবারের নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল বোর্ড। তবে সদ্য এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির তারকা খেলোয়াড় বিরাট কোহলি। তার মন্তব্যের জেরে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে বোর্ড

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসা কোহলি গত শনিবার এক অনুষ্ঠানে বিসিসিআইয়ের নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,‘মনে হয় না মানুষ পরিবারের মূল্যবোধ সম্পর্কে কিছু বোঝে। আমি খুব হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলির সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়, তাদের পরামর্শ শোনা হয়েছে। হয়ত তাদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য পারফরম্যান্স খারাপ হয়। মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারকে কাছে পাওয়া গুরুত্বপূর্ণ। স্বাভাবিক থাকার জন্য এটা কত জরুরি, সেটা হয়ত বোঝানো যাবে না।’

সেসময় তিনি আরো বলেন,‘কঠিন পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে স্বাভাবিক থাকা যায়। স্বাভাবিক থাকলে তবেই তো দায়িত্ব পালন করা যাবে। আমি অন্তত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। ঘরে কেউ একা একা বিমর্ষ ভাবে থাকতে চায় না।’

কোহলির মন্তব্যের পর গতকাল মঙ্গলবার বোর্ডের এক কর্মকর্তা জানান,‘ দীর্ঘদিন বিদেশ সফরের সময় ক্রিকেটারেরা ১৪ দিনের বেশি সময়ের জন্য পরিবারকে সঙ্গে রাখতে চাইলে বোর্ডের কাছে আবেদন করতে পারবে। সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।’

বোর্ডের নিয়মানুযায়ী, কোনও ক্রিকেটার ৪৫ দিনের বেশি সময়ের বিদেশ সফরে পরিবারকে ১৪ দিনের জন্য সঙ্গে রাখতে চাইলে কোচ, অধিনায়ক এবং বোর্ডের অনুমতি নিতে হবে। পরিবার সঙ্গে থাকার দিন নির্দিষ্ট করে জানাতে হবে। সেই দিনগুলোতে পরিবারের শুধু থাকার খরচ বহন করবে বোর্ড। সন্তানের বয়স ১৮ বছরের কম হলে তবেই তার খরচ বোর্ড বহন করবে। ৪৫ দিনের বেশি একটি বিদেশ সফরে এমন সুযোগ একবার পাওয়া যাবে। তবে ৪৫ দিন পর্যন্ত বিদেশ সফরের ক্ষেত্রে পরিবারকে নিয়ে যাওয়া যাবে না।

 

খেলার দুনিয়া | ফলো করুন :