ফাহমিদুলকে না রাখার কারণ জানালেন ক্যাবরেরা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৪৭ পিএম | ১৯ মার্চ, ২০২৫

বাংলাদেশ ফুটবল যেন ফিরে পেয়েছে তার হারিয়ে ফেলা পুরোনো জৌলুস। আবারও দেশের ফুটবল যেন ফিরে পেয়েছে প্রাণ। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কণ্ঠে আবারও ফিরে এসেছে ফুটবলের জোয়ার। কারণ বাংলাদেশ দলের হয়ে মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তাই ফুটবলকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।

তবে এত আনন্দ-উদ্দীপনার মাঝেও দেখা দিয়েছে সংশয়ের কালো মেঘ। ইতালির প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে দলে না রাখায় নতুন করে শুরু হয়েছে সমালোচনা। যে সমালোচনার তীর গিয়ে পরেছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার উপর। ফাহমিদুলকে বাদ দেওয়ায় রাজধানীতে বিক্ষোভ পর্যন্ত করেছে ফুটবলপ্রেমীরা।

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফুটবল দল। যেখানে স্বাভাবিকভাবেই কোচ ক্যাবরেরাকে ফাহমিদুল কেন নেই তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাকে কেন বাদ দেওয়া হলো এই প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেন.‘ফাহমিদুলকে নিয়ে আমার চিন্তাভাবনা শুরু থেকেই ইতিবাচক। প্রাথমিক স্কোয়াডে তাকে আমিই রেখেছিলাম। আমি তাকে কয়েক মাস ধরে লক্ষ্য করছি, তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করছি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন করেছে। আমরা তাকে কাছ থেকে দেখেছি। তবে শেষ পর্যায়ে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি কারণ তার এখনও কিছুটা সময়ের প্রয়োজন। সে অনেক মেধাবী একজন ফুটবলার। ভবিষ্যতে তার আন্তর্জাতিক ফুটবল খেলার সব যোগ্যতাই আছে। তবে দলে আপাতত তার থেকে ভালো খেলোয়াড় আছে।’

খেলার দুনিয়া | ফলো করুন :