বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৫৪ পিএম | ১৯ মার্চ, ২০২৫

আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও দুই দেশের মুখোমুখি লড়াই দেখার জন্য অপেক্ষা করে থাকেন হাজারো দর্শক। হামজা চৌধুরি আসায় তার উত্তাপ বেড়েছে কয়েকগুণ। কবে বহুল কাঙ্ক্ষিত এই ম্যাচের আগে চোট হানা দিয়েছে ভারত শিবিরে।

ইনজুরির কারণে ম্যাচের আগেই দল থেকে ছিটকে পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য লালিয়ানজুয়ালা ছাংতে এবং মানভির সিং। ছাংতে বগত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ অংশ। রাইট উইঙ্গার এই তারকা ২০২৪ সালে বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়ে খেলার সময়ে পেয়েছিলেন চোট। যেটার কারণে হামজাদের বিপক্ষে থাকছেন না তিনি। তার না থাকা বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তি। ডানপ্রান্ত থেকে চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে ৬ অ্যাসিস্ট আছে ছাংতের। মিজোরামের এই ফুটবলার সরাসরি করেছেন ২ গোল।

অন্যদিকে স্ট্রাইকার মানভির সিংকেও স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। ঠিক কী ধরনের ইনজুরিতে তিনি পড়েছেন তা জানা না গেলেও তাকে বাংলাদেশের বিপক্ষে খেলানো হবে না সেই বার্তা দেয়া হয়েছে। পুনর্বাসনের জন্য চলে যাচ্ছেন নিজ ক্লাব মোহন বাগান সুপার জায়ান্টসে। ভারতের হয়ে খেলেছেন ৪৬ ম্যাচ। ছেত্রীর অবসরের পর তিনিই ছিলেন বড় ভরসা। এখন তারও বাদ পড়ার পর ভারতের কোচ মানোলোর কপালে পড়েছে চিন্তার ভাজ।

লাল-সবুজের জার্সিধারীদের বিপক্ষে প্রস্তুতি সর্ম্পকে তিনি বলেন, ‘মালদ্বীপের বিরুদ্ধে যারা খেলবে তারা সকলে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে না। পুরো ১১ জনকে তো বদলাতে পারব না। তবে দলের সকলের ওপর আমরা ভরসা আছে। মালদ্বীপের বিরুদ্ধে ভাল খেলে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সেরে রাখতে চাই।’

খেলার দুনিয়া | ফলো করুন :