দর্শকদের ‘অপমানের’ জবাব জকোভিচ দিলেন ম্যাচ জিতে

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:৪৮ এএম | ২৪ নভেম্বর, ২০২৩

টেনিসের বিশ্বকাপ খ্যাত ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচের সার্বিয়া মুখোমুখি হয়েছিল গ্রেট ব্রিটেনের। সে ম্যাচ চলাকালে ব্রিটেনের সমর্থকদের দুয়োর মুখেও পড়তে হয়েছিল তাকে। তবে শেষমেশ জয় হয়েছে তারই। ২-০ সেটে সরাসরি হারিয়েছেন ব্রিটিশ ক্যামেরন নরিকে। ৬-৪, ৬-৪ গেমে এই ম্যাচটা জেতার পর মাঠেই কড়া ভাষায় দর্শকদের জবাব দিয়েছেন তিনি। 

তিনি বলেন, ‘পুরো ম্যাচ ধরে তারা অপমান করেছে আমাদের। তবে এর জন্য প্রস্তুত ছিলাম। ডেভিস কাপে এমন হয়েই থাকে। কখনো কখনো সমর্থকরা মাত্রা ছাড়িয়ে যায়…’ এ কথা অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের, যখন রাগ নেমে গেছে মাথা থেকে, পরিস্থিতিও ঠাণ্ডা হয়ে গেছে। 

ম্যাচ শেষে অন কোর্ট ইন্টারভিউতে তিনি অবশ্য প্রতিপক্ষ সমর্থকদের বকেই দিয়েছিলেন রীতিমতো। সমর্থকরা সাক্ষাৎকারের সময় ড্রামস বাজানো শুরু করেছিলেন উচ্চ মাত্রায়। তারই জবাবে জকোভিচ বলেন, ‘আমাদের আজকের ঘুমটা ভালো হবে, চালিয়ে যাও…’

এর একটু পরেই রাগটা উগড়ে দিয়ে বলে ওঠেন, ‘খেলোয়াড়দের কীভাবে সম্মান করতে হয় তা শেখো। তোমাদের চুপ করা উচিত এখন।’

তবে কোর্টে জকোভিচের দল ঠিকই পারফর্ম করে যাচ্ছে সমানতালে। ডেভিস কাপে ২১ ম্যাচ অপরাজিত আছে দলটা। জকোভিচ নিজে ঝুলিতে পুরলেন তার ৪৪তম জয়। সার্বিয়ার হয়ে এর চেয়ে বেশি জয় আর নেই কারো।

 

খেলার দুনিয়া | ফলো করুন :