অবশেষে জয় পেল রূপগঞ্জ, জিতেছে অগ্রণী-গুলশানও
আসরের একমাত্র জয়হীন দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে এসে অবশেষে জয়ের দেখা পেল তারা। টানা চার ম্যাচ হারা শাইনপুকুর এদিনও পায়নি জয়। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরেছে ৪৬ রানে। আর ফরহাদ রেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
জয়ের দেখা পেল রূপগঞ্জ
ডিপিএলের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে আজ বুধবার বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য শেষ বলে রূপগঞ্জের প্রয়োজন ছিল ৩ রান। মোহাম্মদ আব্দুল মজিদ চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি তুলে নেন নিজের সেঞ্চুরি। আর তাতেই আসরের প্রথম জয় পেল রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ২২৩/১০ ( জয়রাজ শেখ ৫৪, রুবেল মিয়া ৫২)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ২২৫/৬ ( আব্দুল মজিদ ১০০, আসাদুল্লাহ আল গালিব ৫০)
ফল: ৪ উইকেটে জয়ী রূপগঞ্জ
ম্যাচসেরা: আব্দুল মজিদ
ইমরুলের ব্যাটে ৮৬
বিকেএসপিতে হওয়া আরেক ম্যাচে অগ্রণী ব্যাংকে বিপক্ষে ৪৬ রানে হেরেছে শাইনপুকুর। আসরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা শাইনপুকুর হারলো টানা পাঁচ ম্যাচ। টসে জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৪ রান করেছিল ইমরুল কায়েসের দল অগ্রণী। ইমরুলের ব্যাট থেকে আসে ৮৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ২৪৮ এর বেশি তুলতে পারেনি শাইনপুকুর। দলটির হয়ে রায়ান রাফসান করেছেন দলীয় সর্বোচ্চ ১০৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব:২৯৪/৭ ( ইমরুল কায়েস ৮৬, সাদমান ইসলাম ৫৩)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২৪৮/৫ ( রায়ান রাফসান ১০৬, মিনহাজুল আবেদিন ৫১)
ফল: ৪৬ রানে জয়ী অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
ম্যাচসেরা: ইমরুল কায়েস
লিটন ফিরলেন ৩৩ রানে
দিনের তৃতীয় ম্যাচে মিরপুর শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করে ব্রাদার্স। দলীয় সর্বোচ্চ ৮৩ রান করেন বিশাল চৌধুরি। আইস মোল্লা করেন ৬৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৪০ রানেই ৮ উইকেট হারায় গুলশান। হার যখন কেবল সময়ের অপেক্ষা তখনই ফরহাদ রেজা ও মেহেদী হাসান গড়েন ৫৪ রানের জুটি। আর তাতেই দুই উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে গুলশাল। ফরহাদ রেজা অপরাজিত থাকেন ৪৭ রানে। এদিন লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ৩৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: ২৯০/৯ (বিশাল চৌধুরি ৮৩, আইস মোল্লা ৬৫)
গুলশান ক্রিকেট ক্লাব : ২৯৪/৮ ( মোহাম্মদ ইলিয়াস ৫৩ , নাইম ইসলাম ৫০ )
ফল: ২ উইকেটে জয়ী গুলশান ক্রিকেট ক্লাব