ব্যাটিংয়ে হেড, অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে হার্দিকই শীর্ষে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৪৩ পিএম | ১৯ মার্চ, ২০২৫

সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর নতুন ভাবে সাজানো টি-টোয়েন্টি দল নিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না সালমান আগার দল। যার প্রভার পরেছে সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের হয়েছে অবনতি।

আজ বুধবার (১৯ মার্চ) টি-টোয়েন্টি ক্রিকেটের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ব্যাটিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড, বোলিংয়ে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। আর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথারীতি সবার উপরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি বাজে পারফরম্যান্সের কারণে র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ অবনতি হয়েছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। ২৩ থেকে ছিটকে গেছেন ২৯ এ। অন্যদিকে উন্নতি হয়েছে কিউেই ব্যাটার টিম শেইফার্ট ও ফিন অ্যালেনের। শেইফার্ট অবস্থান ১৩ তম এবং অ্যালেন আছেন ১৮ নম্বরে। বোলিংয়ে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি দিয়েছেন লম্বা লাফ। ২৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১২তম তে উঠে এসেছেন এই পেসার।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং:

ক্রম

ব্যাটিং

বোলিং

অলরাউন্ডার

ট্রাভিস হেড

আকিল হোসেন

হার্দিক পান্ডিয়া

অভিষেক শর্মা

বরুণ চক্রবর্তী

দিপেন্দ্র সিং আরে

ফিল শর্ট

আদিল রশিদ

মার্কাস স্টয়নিস

তিলক ভর্মা

ওয়ানেন্দু হাসারাঙ্গা

লিয়াম লিভিংস্টোন

সূর্যকুমার যাদব

অ্যাডাম জাম্পা

মোহাম্মদ নবী

খেলার দুনিয়া | ফলো করুন :