ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি হামজা?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৪৫ পিএম | ১৯ মার্চ, ২০২৫

বাংলাদেশ ফুটবল যেন নতুন জীবন ফিরে পেয়েছে। দেশের ফুটবল আকাশে জ্বলজ্বল করে জ্বলতে শুরু করেছেন নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। যাকে নিয়ে মেতে আছে গোটা দেশ। দেশের হয়ে মাঠে নামা হয়নি এখনও হামজার তবুও তাকে নিয়ে বাড়তি আগ্রহ ফুটবলপ্রেমীদের।

হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার। লেস্টার সিটির হয়ে খেলেছেন বিশ্বের সেরা ক্লাবগুলোর বিপক্ষে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে বিশ্বকাপেও খেলেছেন। তবে কখনো ডাক পাননি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। ইংল্যান্ড দলে সুযোগ হলে বাংলাদেশের হয়ে খেলতেন কিনা স্বাভাবিকভাবেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে প্রশ্নের জবাবে হামজা দিয়েছেন কৌশলী উত্তর।

তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের হয়ে খেলার । ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি। ওই সুযোগ তাই আমার আসেনি। সুতরাং সিদ্ধান্তও নিতে হয়নি। তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম। বাংলাদেশে খেলতে পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা উৎসাহিত করেছে।’

এসময় আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেছেন হামজা। ভারত ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, ফুটবলে যেকোনো কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই।’

খেলার দুনিয়া | ফলো করুন :